মির্জাগঞ্জে ঝাটিবুনিয়া ম’ই মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ বছর পূর্তিতে পুর্ণমিলনী অনুষ্ঠান

মির্জাগঞ্জে ঝাটিবুনিয়া ম’ই মাধ্যমিক বিদ্যালয়ে  ৮৫ বছর পূর্তিতে পুর্ণমিলনী অনুষ্ঠান

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ মির্জাগঞ্জ উপজেলার এতিহ্যবাহী ঝাটিবুনিয়া ম’ই মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের ৮৫ বছর উদযাপন ও পূর্নমিলনী অনুষ্ঠান আজ শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী ১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।  উদ্বোধনী পর্ব শেষে বিশিষ্ট সমাজ সেবক মো. রুস্তুম আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া  মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাসুদ করিম,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল হামিদ, ইঞ্জিনিয়ার আব্দুল হাই (হক ইঞ্জিনিয়ার) (এলজিইডি), প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) আব্দুস সাত্তার, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস, পুর্ণমিলনী অনুষ্ঠানের আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন যুগ্ম-আহবায়ক শাহরিয়ার সালাম। পুর্নমিলনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতি চারণ করতে গিয়ে সকলে হারিয়ে যান পুরনো দিনে। শৈশবের ফেলে আসা দিনগুলো যেন ফিরে পান নতুন করে। দীর্ঘদিনের সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন তারা। আনন্দ উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্যে কিছুক্ষনের জন্য হলেও ভুলে যান জীবনের কর্মব্যস্তদিন ও সংসার জীবনের বয়ে বেড়ানো নানা ঝামেলা। বন্ধুদের সাথে তাদের উচ্ছ্বাস ভাগাভাগি আর জমপেশ আড্ডা দেখে মনেই হয়নি তারা কোন প্রভাবশালী কিংবা ক্ষমতাধর আমলা অথবা কর্মকর্তা। সন্ধ্যায় শুরু হওয়া মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঢাক-ডোলের তালেতালে তারা নেচে গেয়ে কাটিয়েছেন আরো কিছুটা সময়।